জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
Jahangir Nagar University Department of Physics Admission
কোর্সের নামঃ মাস্টার অফ সাইন্স (এমএসসি)
বিষয়ঃ এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স (উইকএন্ড)
ব্যাচঃ ফল সেমিস্টার ২০২২
যোগ্যতাঃ ব্যাচেলর ডিগ্রির সিজিপিএ ২.৫ থাকতে হবে।
আবেদন করতে পারবেনঃ ২০ অক্টোবর ২০২২ পর্যন্ত
এডমিশন টেস্টঃ ২১ অক্টোবর ২০২২
ভর্তিঃ ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২২ পর্যন্ত
মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ PDF
আপনি যদি মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে নিবেন। আপনার জন্য প্রয়োজনীয় সকল তথ্য সমূহ এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারেন।
বিজ্ঞপ্তি থেকে আলোচনার কোন অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদের থেকে তা জেনে নিতে পারবেন। আপনার যেকোনো সমস্যার কথা কমেন্ট বক্সে জানাবেন।
মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে প্রাথমিক আবেদনের নিয়ম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মাস্টার্স (নিয়মিত) এ ভর্তির জন্য প্রাথমিক আবেদন করতে হলে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন। তবে আবেদনের জন্য কিছু জরুরী কাগজপত্র প্রয়োজন। নিচে সেগুলো উল্লেখ করা হয়েছে। অনলাইনে আবেদনের পূর্বে অবশ্যই সেগুলো সংগ্রহ করে নিবেন।
১। অনলাইনে আবেদন করতে সর্বপ্রথমে www.nu.ac.bd/admission ওয়েব সাইটে প্রবেশ করবেন এবং Masters Tab এ গিয়ে Apply Now (Masters Reg) অপসনে ক্লিক করবেন। এবার উক্ত স্থানে আপনার যাবতীয় তথ্য প্রদান করে আবেদন ফরমটি পূরণ করবেন।
২। অবশ্যই ছকের নির্ধারিত স্থানে Gender সিলেক্ট করবেন। ইচ্ছাকৃত অথবা Gender ত্রুটির কারণে পুরুষ আবেদনকারী মহিলা কলেজে আবেদন করলে তার প্রাথমিক আবেদন ফরম সম্পূর্ণ বাতিল বলে গণ্য করা হবে।
৩। আপনার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলা ভিত্তিক যে কোন কলেজের নাম পছন্দ করে উক্ত কলেজে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি যোগ্য বিষয় এবং আসন সংখ্যা দেখতে পাবেন। এই তালিকা থেকে সতর্কতার সাথে আপনার প্রার্থিত বিষয় নির্ধারণ করবেন।
৪। আবেদনের সময় অবশ্যই আপনার কোটা সিলেক্ট করবেন। কোটার জন্য সংরক্ষিত আসন বিষয় ভিত্তিক বরাদ্দ আসনের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে।
৫। আবেদনের সময় নির্ধারিত স্থানে আপনার শব্দ তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ হবে 120*150 pixels, type: jpg এবং size: 50 kb.
৬। সকল তথ্য সঠিকভাবে পূরণ করা সম্পন্ন হলে Submit Application এ ক্লিক করবেন। এবং আবেদন ফ্রন্ট ডাউনলোড করে প্রিন্ট অথবা পিডিএফ কপি সংগ্রহ করবেন।
৭। ফরম পূরণ সম্পন্ন হলে সেখানে সকল তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই করে নেবেন। কোন প্রকার ভুল বা অমিল থেকে থাকলে তৎক্ষণা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা সমাধান করবেন।
৮। আবেদনপত্রের প্রিন্ট কপি নির্ধারিত স্থানে তারিখসহ স্বাক্ষর করে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রাথমিক আবেদন ফি বাব ও তিনশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকের মাধ্যমে জমা দিবেন।
পুঙ্খানুপুঙ্খভাবে এই পদ্ধতি গুলো অনুসরণের মাধ্যমে আপনি মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর বিপরীতে আবেদন সম্পন্ন করতে পারবেন।
মাস্টার্স ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র
মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এর জন্য অনলাইনে আবেদন করতে হলে নিম্নোক্ত কাগজপত্র গুলো প্রয়োজন হবে। অনলাইনে আবেদন করার পূর্বেই এগুলো সংগ্রহ করে নেবেন।
অনলাইন থেকে মূল আবেদন ফরমের কপি ২ টি
পাসপোর্ট সাইজের ছবি ৪ টি এবং স্ট্যাম্প সাইজের ছবি ৪ টি। (ছবির পেছনে অবশ্যই নাম লিখে দিতে হবে)
স্নাতক (সম্মান)/ প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার মূল নম্বরপত্র বা মার্কশিট
স্নাতক (সম্মান)/ প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি ২ টি
দ্বৈত ভর্তির অঙ্গীকারনামা
টাকা জমাদানের রশিদ
কোটার মূল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
চারিত্রিক সনদপত্র ২ টি (প্রযোজ্য ক্ষেত্রে)
মাস্টার্স ভর্তির রিলিজ স্লিপ সংক্রান্ত তথ্য ২০২২
যে সকল শিক্ষার্থীগণ মেধা তালিকায় স্থান পাবেন না অথবা ভর্তি বাতিল করবেন অথবা তালিকায় স্থান পেয়েও বরাদ্দকৃত বিষয় ভর্তি হবেন না সে সকল আবেদনকারীকে পুনরায় মেধা তালিকায় স্থান পেতে পর্যায়ক্রমে তিনটি কলেজ নির্বাচন করে রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে।
তবে কলেজ করতে কোন শিক্ষার্থীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা না হলে ওই শিক্ষার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না। আসুন ফাঁকা থাকা সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক সর্বোচ্চ দুইটি রিলে স্লিপ প্রদান করা হবে।
উপসংহার
মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ তে আবেদন করার যোগ্যতা, আবেদন করার পদ্ধতি সহ সকল বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। www.nu.ac.bd/admission ওয়েবসাইট থেকে সকল শিক্ষার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য উপরে যে পদ্ধতি গুলো উল্লেখ করা হলো সেগুলো অনুসরণ করবেন। এছাড়াও উপরের পদ্ধতিসমূহ অনুসরণের মাধ্যমে আবেদন করতে ব্যর্থ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ সম্পর্ক তো যেকোন বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে জানাবো।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত যেকোনো নোটিশ এবং ভর্তি সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমরা সকল প্রকার তথ্যসমূহ সবার আগে প্রকাশ করে থাকি। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
আরও পড়ুন: মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়, সাম্বা নাচে গোল উদযাপন
এই শর্তগুলোর মধ্যে রিলিজ ক্লজ কমানো এবং চুক্তি নবায়ন বাবদ এক কোটি ইউরো বোনাসের শর্ত মানতে রাজি হননি বার্সা প্রেসিডেন্ট। পাশাপাশি বেতন বৃদ্ধির বিষয়ে বলা হয়, ক্লাবের আয় ১১০ কোটি ইউরো পার হওয়ার পরই বিষয়টি বিবেচনায় নেয়া হবে। এই শর্তের যথেষ্ট কারণও আছে। তখন বার্সেলোনা আর্থিকভাবে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল।
কিন্তু বার্সেলোনার পক্ষ থেকে দেয়া প্রস্তাবটি পছন্দ হয়নি মেসি ও তার পরিবারের। শেষ পর্যন্ত বার্সায় আর থাকতে চাননি মেসি ও তার পরিবার। যার ফলে ওই বছরের আগস্টের শেষ সপ্তাহে ক্লাবের কাছে বুরোফ্যাক্স পাঠান মেসি, যেখানে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানান।
বগুড়ায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা
সুলতানা রাজিয়া ড
MBBS, DGO, MCPS, FCPS (Gyne)
স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক (গাইনি)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
চেম্বার- পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, থনথনিয়া, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4
মাফরুহা জাহান ডা
স্ত্রীরোগ বিশেষজ্ঞ
পরামর্শদাতা
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.
“বগুড়া শাখা”
ঠনঠনিয়া, শেরপুর রোড, বগুড়া।
(ভাই পাগলা মাজারের পশ্চিম পাশে)
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4
টেলিফোন: 051-69500-4 (শিকার)
শারমিন আক্তার শম্পা ডা
স্ত্রীরোগ বিশেষজ্ঞ
পরামর্শদাতা
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লি.
“বগুড়া শাখা”
ঠনঠনিয়া, শেরপুর রোড, বগুড়া।
(ভাই পাগলা মাজারের পশ্চিম পাশে)
সিরিয়ালের জন্য: 01919 610187
টেলিফোন: 051-69500-4 (শিকার)
আখতারী হোসেন চৌধুরী নিপা ড
MBBS, DGO, MCPS (Gyne)
গাইনি বিশেষজ্ঞ এবং সারগন, সহকারী অধ্যাপক (গাইনি)
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া
চেম্বার: সিটি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক, রহমান নাগর, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01739 462625
ডাঃ শারমিনা পারভিন (শিল্পী)
এমবিবিএস, মেডিকেল অফিসার (স্ত্রীরোগ বিভাগ)
গাইনি সারগাউন, মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া
চেম্বার- আলতাফুন নেছা ক্লিনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার (ময়েজ মিয়ার বাগান বাড়ি), কানোসগাড়ি, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01730 451310
ডাঃ শাহিন আক্তার জাহান (রেখা)
MBBS, FCPS (Gyne and Obs)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া
চেম্বার- ওন্নেশা হাসপাতাল, শেরপুর রোড, সূত্রাপুর, বগুড়া
সিরিয়ালের জন্য: 051-78056, 051-60709
ড. নফিসা খাতুন নফসি
MBBS, FCPS (Gyne), Gyne Specialist এবং Sargon
মোহাম্মদ আলী হাসপাতাল, বগুড়া
চেম্বার: শান্ত পলি ক্লিনিক, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01711 123947
ইফফাত আরা ব্রিগেডিয়ার ড
এমবিবিএস, এফসিপিএস
অধ্যাপক, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সিএমএইচ, বগুড়া সেনানিবাস
চেম্বার: ডক্টরস ক্লিনিক ইউনিট-২, শেরপুর রোড, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য 01716 106796, F-051 66224
সাইদা বেগম ডা
এমবিবিএস, এমএস, পিএইচডি (জাপান), সহকারী অধ্যাপক
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার: ডক্টরস ক্লিনিক ইউনিট-১, থনথনিয়া বাসস্ট্যান্ড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01716 106796
রাবেয়া পারভিন ড
এমবিবিএস, বিসিএস, এফসিপিএস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্গন
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা
চেম্বার- সাইক ডায়াগনস্টিক ডায়াগনস্টিক ল্যাব, শেরপুর রোড, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য: 051 63760, মোবাইল: 01936 005870, 01936 005871
মাফরুহা জাহান ডা
MBBS, FCPS (Gyne)
গাইনোকোলজি স্পেশালিস্ট এবং সার্গন, কনসালটেন্ট, গাইনি এবং ওবিএস
চেম্বার- পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, থনথনিয়া, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4
ডাঃ মনোগো চিত্রলেখা কুন্ডু
এমবিবিএস, এফসিপিএস (গাইনি এবং ওবিএস), বিসিএস (স্বাস্থ্য), পরামর্শক (গাইনি এবং ওবিএস)
চেম্বার: ডক্টরস ক্লিনিক ইউনিট-২, শেরপুর রোড, থনথনিয়া, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01716 106796
শারমিন আক্তার শম্পা ডা
এমবিবিএস, এফসিপিএস (গাইনি এবং ওবিএস)
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, থনথনিয়া, শেরপুর রোড, বগুড়া।
সিরিয়ালের জন্য: 01919 610187, F-051 69500-4
প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসকের তালিকা ঢাকা
এই শেয়ার করুন:
বগুড়ায় বগুড়ায় রোগবিদ্যায় গাইনি বিশেষজ্ঞ ডা.
পূর্ববর্তী
বগুড়ায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের তালিকা
পরবর্তী
বগুড়ায় হার্ট স্পেশালিস্ট চিকিৎসকের তালিকা
সন্ধান করা:
গ্রীন লাইফ হাসপাতাল ঢাকা সকল ডাক্তারের তালিকা707 viewsসেন্ট্রাল হাসপাতাল ঢাকা সকল ডাক্তারের তালিকা এবং ফোন579 viewsস্কয়ার হাসপাতাল ঢাকা সকল ডাক্তারের তালিকা এবং ফোন435 viewsবাংলাদেশ চক্ষু হাসপাতাল ধানমন্ডি সকল ডাক্তারের তালিকা382 viewsIbn Sina Hospital Kalyanpur Doctors List & Phone346 viewsNeuros3Dhoctors346 views তালিকা308 views জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডি ডাক্তারের তালিকা 287 মতামত ল্যাবেইড হাসপাতাল উত্তরা সমস্ত ডাক্তারের তালিকা এবং ফোন261 মতামত এভারকেয়ার হাসপাতাল ঢাকা (অ্যাপোলো হাসপাতাল) ডাক্তারের তালিকা207 মতামত
সাম্প্রতিক পোস্ট
দুবাইয়ের সেরা সেক্সোলজিস্ট ডাক্তার মেসা এজেড বেস্ট ইন্টারনাল মেডিসিন ডাক্তার ক্লেবার্ন টিএক্স ফোনের সাথে সেরা ফ্যামিলি মেডিসিন ফিনিক্স এজেড ফোনের সাথে ফোনে সেরা চোখের ডাক্তার ফিনিক্স অ্যারিজোনা স্বাস্থ্যকর চোখের জন্য সেরা ডেন্টিস্ট ফিনিক্স এজেড বেস্ট প্রাইমারি কেয়ার ক্লিবার্ন হাসপাতালের ডাক্তার নওয়াজ ক্লিবার্ন হাসপাতাল ফ্যাশন চক্ষু হাসপাতালের ঢাকা ডাক্তারের তালিকা