SMS

SMS Bangla Message in Bengali 

SMS Bangla | Bangla Sms for Love (Bangla Sms)

Love Message in Bengali

SMS তো আমরা সবাই পাঠাই , বন্ধুদের কিংবা প্রিয়জনকে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পাঠানো এসএমএস এর ভাষা বা ছন্দ ঠিকঠাক হয়না , যার ফলে সেই SMS এর গুরুত্ব টাও সেভাবে প্রকাশ পায়না । তাই আমরা নিয়ে এসেছি আপনার জন্য Special Bengali SMS এর এক সুন্দর কালেকশন । যা আপনি আপনার প্রিয়জনকে পাঠিয়ে তার মনকে করুন জয় ও সেই সাথে আপনার ব্যক্তিত্ব ও গুরুত্ব কে বাড়িয়ে তুলুন তার চোখে । এখানে রয়েছে কবিতার ছন্দে Bangla SMS

“ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।”

“কখনো জানতে চাওনী
কেমন আছি,
দুরে থাকি বলে ভাবছ
ভুলেই গেছি,
ভাবছ আমি অন্য কাওকে
নিয়ে ভাবি,
সবি যদি বুঝ তাহলে
কেন বুঝনা আমি তোমায়
কতটা মিস করি।”

“ফুল তো বাগানের তবে হাতে কেনো?
চাঁদ তো আকাশে তবে জলে কেনো?
জল তো সাগরে তবে চোখে কেনো?
মন তো আমার তবে বার বার তোমাকে
মনে পরে কেনো?”

“ভাবছো ভুলে গেছি,
না আজও ভুলিনি…
ভুলবো তো সে দিন,
যে দিন সাগরে আর জল
থাকবে না
পূর্ব আকাশে আর সূর্য
উঠবে না,
ভুলবো তো সেই দিন,
যে দিন এ দেহে আর
প্রাণ থাকবে না…!!”

“ভালোবাসা মানে কাউকে
জয় করা নয়…
বরং নিজেই কারো জন্য
হেরে যাওয়া…”

“মানুষ জীবনে দুইবার বদলায়,
প্রথমবার:- যখন সে প্রেমে পড়ে
দ্বিতীয়বার:- যখন সে তার মনের
মানুষকে হারায়…”

“শ্রাবনে ওই বৃষ্টি ধারায়,
আজ শুধু তোমাকে
খুঁজে বেড়াই।
যদিও তুমি অনেকদুরে,
তবুও রেখেছি তোমায়
মন পাঁজরে।
নীরবে তোমায় মিস
করি সারাক্ষণ,
অথচ তা তোমার কাছে
আজও গোপন!!”

Tomar moner majhe amay diyo ektu jayga
mon aaj chute beray, ghore te royna
tomar valobasar theke diyo ektu bhag
mone porle amar kotha, diyo ektu dak

তোমার মনের মাঝে আমায় দিয়ো একটু জায়গা
মন আজ ছুটে বেড়ায়, ঘরে তে রয়না
তোমার ভালোবাসার থেকে দিয়ো একটু ভাগ
মনে পড়লে আমার কথা, দিয়ো একটু ডাক

Janina ki holo
Lagche na kichu valo
tomar kotha mone pore
mon thakena moner ghore

জানিনা কি হোলো
লাগছে না কিছু ভালো
তোমার কথা মনে পড়ে
মন থাকেনা মনের ঘরে

Jiboner cholar pothe rasta onek baka
pother majhe hoye galo tomar sathe dakha
jiboner cholar pothe tomar hat charbona
buker majhe joriye rakhbo kakhono harabona

জীবনের চলার পথে রাস্তা অনেক বাঁকা
পথের মাঝে হয়ে গেলো তোমার সাথে দেখা
জীবনের চলার পথে তোমার হাত ছাড়বেনা
বুকের মাঝে জড়িয়ে রাখবো কখনো হারাবোনা

Tomar kotha mone pore sokal bikal raat
saradin khuje berai tomar oi hat
Hater majhe hat rekhe joriye dhore rakhbo
sarajibon ami sudhu tomar hoye thakbo

তোমার কথা মনে পরে সকাল বিকাল রাত
সারাদিন খুঁজে বেড়াই তোমার ওই হাত
হাতের মাঝে হাত রেখে জড়িয়ে ধরে রাখবো
সারাজীবন আমি শুধু তোমার হয়ে থাকবো

Akas patal nodi tara sobai ekti kotha bole
Tumi jake valobaso se asbe tomar ghore
Amar ghorer lokkhi hoye amar pase thakbe
tomar moto jibon songi amar sarajibon lagbe

আকাশ পাতাল নদী তাঁরা সবাই একটি কথা বলে
তুমি যাকে ভালোবাসো সে আসবে তোমার ঘরে
আমার ঘরের লক্ষী হয়ে আমার পাশে থাকবে
তোমার মতো জীবন সঙ্গী আমার সারাজীবন লাগবে

এদিক ওদিক চেয়ে দেখো
বৃষ্টি ভেজা দিনে
তোমার আমার মনখারাপ
আটকে লাস্টসিনে ।
Edik odik cheye Dekho
Bristi Veja dine
Tomar Amar monkharap
Atke last seen e …

20+Best Bangla Sad SMS 

ভিতর ভিতর জ্বলছি তবু
বাইরে থেকে পুড়ছি না,
এত আঘাত সহ্য করেও দেখো
আমি কিন্তু ভাঙছি না ।
Vitor vitor jolchi tobu
Baire theke purchi na
Eto aghat sojjo koreo Dekho ,
Ami kintu vangchi na …
আবার পাশাপাশি বসব একদিন
হাতে থাকবে হাত ,
চোখে চোখ মেলাতেই
কান্না পাবে হঠাৎ ।
Abar pashapashi boshbo ekdin
Hate thakbe hat ,
Chokhe chokh melatei
Kanna pabe hotat …
যার সঙ্গে সুখ , দুঃখ
সবকিছু শেয়ার হতো ,
বেস্টফ্রেন্ড তো তাকেই বলে
যার শাসন মায়ের মতো ।
Jar songe sukh dukkho
Sobkichu share hoto
Best friend to takei bole
Jar shashon Mayer Moto …

শেষ কথা

সম্মানিত ভিউয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আর্টিকেলটি পড়ার জন্য। আর হ্যাঁ, আমার আর্টিকেলটি পরে যদি আপনি একটু উপকৃত হন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমি প্রতিনিয়তঃ চেষ্টা করি নতুন নতুন বিষয় আর্টিকেল লেখার। তাই আপনারা যারা আপডেট কোনো বিষয় সম্পর্কে জানতে চান তারা প্রতিনিয়ত আমার সাইটকে ভিজিট করতে পারেন। আপনার যদি কোন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে। তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার বিষয়  নিয়ে আর্টিকেল লেখার । এই আশা ব্যক্ত করে আবারো সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা তুহ।

🌿🌿Razuaman.com 🌿🌿

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *